কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাইবান্ধায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মানবজমিন প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ১২:০৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জের কাটাখালী বাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহত চিনু মিয়াকে এর আগে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তার লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বুধবার হাতকড়াসহ পুলিশের কাছ থেকে চিনু মিয়াকে ছিনিয়ে নিয়েছিল তার সহযোগীরা। তারপর থেকে তার খোঁজ করছিল পুলিশ। কাটাখালী বাঁধ এলাকায় আত্মগোপনে রয়েছে চিনু-এই খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে চিনু ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চিনু। অন্যরা পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, চিনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত চিনুর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, নাশকতা, অস্ত্র, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। চিনু মিয়ার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও