দশ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১০

চট্টগ্রামে দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। যার মধ্যে দুই ছেলে ও তিন মেয়ে। মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।


তবে সাবধানতার জন্য নবজাতকদের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।


সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে নগরের পিপলস হাসপাতালে স্বাভাবিকভাবে তাদের জন্ম হয় বলে জানিয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি।


পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের ১০ বছর পার হলেও এনি আক্তারের (৩০) কোনো সন্তান হচ্ছিল না। পরে স্ত্রীরোগ ডা. ফরিদা ইয়াসমিন সুমির পরামর্শ নেন। তিনি তাদের ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশনের (আইইউআই) পরামর্শ দেন। আইইউআই করে প্রথম মাসেই সফল হন এই দম্পতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও