ফেসবুকে রিচ কমে গেছে তাই ছবিটি পোস্ট করেছি...
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৮
হঠাৎ করেই ফেসবুকে ভেসে এল একটি বিয়ের ছবি। সেখানে সেই অভিনেতা ছোট্ট শরীফুল ইসলাম বিয়ের সাজে। সঙ্গে কনে সাজে এক তরুণী। ছবিটি পোস্ট করে শরীফুল লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ ছবিটির নিচে ভক্তরা ও সহকর্মীরা শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। কবে বিয়ে করেছেন, সেসব তথ্যও অনেকে মন্তব্যে জানতে চাইছেন। এই বিয়ে নিয়ে অভিনেতা শরীফুল জানালেন ভিন্ন কথা।
সোমবার শরীফুলের সঙ্গে কথা হয়। বলেন, আজ শুটিং নেই। সময়টা বাড়িতেই কাটাচ্ছেন। ফোন দিতেই হাসছিলেন এই অভিনেতা। বললেন, ‘কী করছি জানতে চাইছেন। আমি কি বিয়ে করেছি, এটাই তো? এটা সে রকম কিছু না।’ ছবিটি কিসের এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘আমি আসলে বিয়ে করিনি। কিন্তু বিয়ের সাজে ছবি দিয়েছি। চেয়েছি সবাই একটু কৌতূহলী হোক। আমাকে নিয়ে আগ্রহ দেখাক, সে জন্য একটু সাসপেন্স তৈরি করছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৮ মাস আগে
১ বছর, ৮ মাস আগে
১ বছর, ৮ মাস আগে
১ বছর, ৮ মাস আগে