প্রাণীর সুরক্ষায় কঠোর নির্দেশনায় খুশি জয়া আহসান

প্রথম আলো প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৭

অক্টোবর মাসে গোপালগঞ্জে কুকুর নিধনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত। সেই ঘটনা নিয়ে দীর্ঘ সময় কোনো তদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশেষে সরকারের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত ও কুকুর নিধনের বিপক্ষে প্রজ্ঞাপন জারি ও কঠোর নির্দেশনায় খুশি এই অভিনেত্রী।


আজ সোমবার জয়া আহসান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে প্রাণীদের হত্যা করা হয়। যে কারণে প্রাণিসম্পদ উপদেষ্টাকে বলা হয়েছিল, প্রাণী সুরক্ষা ও প্রাণী হত্যা তদন্তে সরকারি একটি প্রজ্ঞাপন জারি করার। একই সঙ্গে এই প্রজ্ঞাপনটি হবে কুকুর নিধনের বিপক্ষে। অবশেষে প্রজ্ঞাপনটি ইস্যু হয়েছে। এই চিঠিটা খুবই জরুরি ছিল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এটি পাঠানো হয়েছে। এটা আমাদের ভালো খবর।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও