২০২৬ সালের জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা বন্ধ হচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:১৯

আগামী বছরের জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা বন্ধ হয়ে যাচ্ছে। মেটার নতুন নীতিমালার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন নিয়ম অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে (এপিআই) সাধারণ উদ্দেশ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট আর ব্যবহার করা যাবে না। এর ফলে কেবল গ্রাহকসেবা বা ব্যবসায়িক সহায়তামূলক বিশেষায়িত এআই টুলগুলোই হোয়াটসঅ্যাপে চালু থাকবে। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করা বিপুলসংখ্যক ব্যবহারকারীকে আগামী বছর থেকে বিকল্প মাধ্যমে যেতে হবে।


ওপেনএআই জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। ব্যবহারকারীরা যাতে তাঁদের পুরোনো চ্যাট সংরক্ষণ করে ভবিষ্যতে অন্য প্ল্যাটফর্মে ব্যবহার চালিয়ে যেতে পারেন, সে জন্য প্রতিষ্ঠানটি একটি সহজ পদ্ধতি চালু করেছে। মেটার ঘোষিত নতুন নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইতে সাধারণ উদ্দেশ্যের এআই চ্যাটবট নিষিদ্ধ করা হবে। মেটা জানিয়েছে, এসব চ্যাটবটের কারণে বার্তা আদান–প্রদানের পরিমাণ বেড়ে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এতে সিস্টেম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা চালিয়ে যেতে চাইলেও মেটার নতুন নীতিমালার কারণে তা আর সম্ভব নয়। প্রতিষ্ঠানটির ভাষায়, ‘আমরা চাই, ব্যবহারকারীদের জন্য পরিবর্তনের এই প্রক্রিয়া যতটা সম্ভব সহজ ও স্বচ্ছ হোক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও