অনুমোদন ছাড়া গানের কথার ব্যবহার নয়: জার্মান আদালত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৩:২২
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এখন থেকে লাইসেন্স ছাড়া গানের লিরিকস বা কথা ব্যবহার করতে পারবে না বলে আদেশ দিয়েছে জার্মানির এক আদালত।
মার্কিন প্রযুক্তি কোম্পানিটির বিরুদ্ধে আনা জার্মানির মিউজিক রাইটস সংগঠন বা ‘জিমা’-এর পক্ষে এমন রায় দিয়ে মিউনিখের আদালত বলেছে, ‘জিমা’র কপিরাইট সংরক্ষণের অধিকার রয়েছে এবং সেই নিয়ম মানেনি ওপেনএআই।
আদালত বলেছে, এখন থেকে লাইসেন্স ছাড়া গানের লিরিকস বা কথা ব্যবহার করতে পারবে না ওপেনএআই। কোম্পানিটিকে কপিরাইটওয়ালা উপাদান ব্যবহারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক এলকে শভাগার।