দীর্ঘদিনের প্রেমিকার গলায় মালা দিলেন জিৎ, বিয়েতে নুসরাতের ধমক!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮

দীর্ঘদিনের প্রেম অবশেষে পেল পরিণতি। বিয়ে করলেন 'আড়ি' ছবির পরিচালক জিৎ চক্রবর্তী। বন্ধু, প্রেমিক-প্রেমিকা থেকে এবার সারা জীবন একে অপরের পথ চলার সঙ্গী জিৎ এবং স্ত্রী শানু। 


শিবরাত্রির আগের দিন সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ টিপসও দেন অভিনেত্রী। 


জিতের বিয়েতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। যশ কাজে ব্যস্ত থাকায় একাই আসেন নুসরত। এদিন নুসরাত আসার পর তার অ্যাপায়নে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। খানিক ধমকের সুরেই বউয়ের পাশে তাকে থাকতে বললেন নায়িকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও