১১ ফুট উঁচু কাপে এল কফি
প্রথম আলো
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৯
ক্লান্তি আর ঘুম ঘুম ভাব দূর করতে এক কাপ কফির জুড়ি মেলা ভার। কেউ ছোট্ট কাপে করে কড়া কফি খান। আবার কেউ বেশ বড়সড় কাপে আয়েশ করে কফি খান। সেই বড়সড় কফির কাপের উচ্চতা কত হতে পারে? আপনি যে উচ্চতাই কল্পনা করুন, সেটা নিশ্চয়ই ১১ ফুট উচ্চতাকে ছাড়িয়ে যায়নি।
ঠিকই শুনেছেন। ১১ ফুট উঁচু কফির কাপে করে পরিবেশন করা হয়েছে বরফ দেওয়া কফি। এই কফির নাম ‘আইসড লাতে’। একজন গড়পড়তা মানুষের উচ্চতা যেখানে ৫ থেকে সাড়ে ৬ ফুট। অর্থাৎ প্রায় দুই মানুষ সমান উচ্চতার কফি কাপ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে এ কাণ্ড করেছেন শেফ (রাঁধুনি) নিক ডিজিওভান্নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ জনপ্রিয়। লাখ লাখ মানুষ রান্না বিষয়ে তাঁর নানা ভিডিও দেখেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল