
হিজবুল্লাহ কারা, ইসরায়েলকে মোকাবিলায় কতটা শক্তিশালী তারা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় কয়েক শ মানুষ নিহত হয়েছেন। এ হামলায় লেবানন–ইসরায়েল উত্তেজনা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক পর্যায়ে উন্নীত হয়েছে।
লেবাননের দক্ষিণ ও রাজধানী বৈরুতের অংশবিশেষে ইসরায়েল হামলা চালানোর পর হিজবুল্লাহও দেশটির উত্তরাঞ্চলে কয়েক শ রকেট ছুড়ে জবাব দিয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু হওয়া সংঘাত এখন লেবানন হয়ে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা তৈরি করেছে।