You have reached your daily news limit

Please log in to continue


এক সিনেমায় পরী-বুবলী!

দুজনের ক্যারিয়ারের বয়স প্রায় কাছাকাছি। সিনেমার সংখ্যায়ও খুব একটা ফারাক নেই। আবার পেশাজীবন ছাপিয়ে তাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা-বিতর্কের বিষয়েও দারুণ মিল। সেই নায়িকাদ্বয় এবার একসঙ্গে, একই সিনেমায়।

বলা হচ্ছে ঢালিউড নায়িকা পরীমণি ও শবনম বুবলীর কথা। এই প্রথম তারা একত্রে কাজ করতে চলেছেন। সিনেমার নাম ‘খেলা হবে’। এটি নির্মাণ করছেন ‘ন ডরাই’ খ্যাত তানিম রহমান অংশু। প্রযোজনায় টিএম ফিল্মস।

যদিও ছবিটি নিয়ে এখনও নির্মাতা কিংবা প্রযোজনা সংস্থা থেকে কোনও ঘোষণা কিংবা বার্তা দেওয়া হয়নি। তবে খবরটি প্রকাশ্যে এলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নোটিশের সুবাদে। গত ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে ‘খেলা হবে’ সিনেমার নির্মাতাসহ ১২ জন শিল্পী-কুশলীকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।সেখানেই শিল্পীর তালিকায় পাওয়া গেলো পরীমণি ও বুবলীর নাম। সঙ্গে আছেন মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ২১ অক্টোবরের মধ্যে এই শুটিং সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন