কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদত্যাগ করলেন হাথুরুসিংহে

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:১৭

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের পদটি ফাঁকা আছে। সেই শূন্যস্থান চন্ডিকা হাথুরুসিংহে পূরণ করবেন এমন গুঞ্জন বেশ কয়েকবারই ভেসে উঠেছে।


যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে গুঞ্জনের মাত্রাটা আরও বাড়িয়ে দিলেন হাথুরুসিংহে নিজেই। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন এই লঙ্কান।


হাথুরুর চাকরি ছাড়া প্রসঙ্গে নিউ সাউথ ওয়েলস পুরুষ ক্রিকেটের হেড মাইকেল ক্লিঞ্জার বলেন, 'শেষ দুই বছরে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস, দ্য ব্লুস ও সিডনি থান্ডারের হয়ে অসাধারণ অবদান রেখেছেন চন্ডি এবং তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। তবে তার আন্তর্জাতিক দলে কোচিং করানোর ইচ্ছাটা আমরা পুরোপুরি বুঝি  এবং তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য আমরা তাকে শুভকামনা জানাই। '


তাহলে কি বাংলাদেশের কোচ হচ্ছেন হাথুরুসিংহে? ইঙ্গিতটা এমনই মিলছে। যদিও গতকাল সিলেটে নতুন কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘এখনো তাই। চলে আসবে। আমি তো জানি না। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। খবর তো আমি দেইনি। দেখতে পাবেন। ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন। আসবে। কে আসবে সেটা এখনো বলবো না। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও