কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জানুয়ারিতেও রেমিটেন্সে গতি, একদিনেই এল ৭ কোটি ডলার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৬

প্রবাসীদের পাঠানো আয়ের ইতিবাচক ধারা চলতি মাসেও বজায় থাকার খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


পঞ্জিকা বছরের প্রথম মাস জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত ১৫৩ কোটি ডলার রেমিটেন্স আসার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।


এরমধ্যে ২৪ জানুয়ারি একদিনেই মাসের সর্বোচ্চ ৭ কোটি ডলার রেমিটেন্স এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।


চলতি মাসেও প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি রেমিটেন্সের পরিমাণ আগের মাস ডিসেম্বরের চেয়ে বেশি হওয়ার আশার কথা জানিয়েছেন মুখপাত্র।


সবশেষ তথ্যে দেখা যায়, ২৪ জানুয়ারি পর্যন্ত রেমিটেন্সের হিসাব অনুযায়ী গড়ে দৈনিক দেশে এসেছে ৬ কোটি ৩৭ লাখ ডলার।


ব্যাংকিং চ্যানেলে আগের বছর ২০২২ সালের জানুয়ারিতে দৈনিক গড় রেমিট্যান্সের পরিমাণ ছিল ৫ কোটি ৪৯ লাখ ডলার; পুরো মাসে মোট এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার।


অপরদিকে গত ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার; দৈনিক গড়ে এসেছিল ৫ কোটি ৪৮ লাখ ডলার। গত নভেম্বরের দৈনিক গড় ছিল ৫ কোটি ৩১ লাখ ডলার। একক মাস হিসেবে নভেম্বরের রেমিটেন্স ছিল ১৫৯ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও