কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারের পতন ঘটাতে এসে বিএনপি নিজের পতন ঘটিয়েছে: তথ্যমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ১৯:৪৭

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরা সংসদ থেকে পদত্যাগ করে বসেছেন। সামনে উপনির্বাচন হবে, এখন তাঁরা বুঝবেন কী ভুল তাঁরা করেছেন।


তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছিল সরকারের পতন ঘটাবে, ১০ তারিখের পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। তারা সরকারের পতন ঘটাতে এসে নিজেদের পতন ঘটিয়ে দিয়েছে। সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরা পদত্যাগ করে বসলেন সংসদ থেকে।’


‘বিএনপি মনে করেছে, সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের ভিত নড়ে যাবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি মনে করেছে সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের ভিত নড়ে যাবে। সরকারের একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু হয়নি। তাঁরা যেদিন পদত্যাগ করেছেন, সেদিনই সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে সংসদের আসন শূন্য ঘোষণা করেছে। সামনে উপনির্বাচন হবে, এখন তাঁরা বুঝবেন কী ভুল তাঁরা করেছেন।’


আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও