কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তেলের দাম আবার কিছুটা বেড়েছে

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১৮:১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। আজ সোমবার বিকেলে এ প্রতিবেদন লেখার সময় অপরিশোধিত তেলের মানদণ্ড হিসেবে স্বীকৃত ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ৮৭ দশমিক ১১ ডলার।


মূলত দুটি কারণে তেলের দাম আবারও বাড়তির দিকে বলে বিবিসির সংবাদে বলা হয়েছে। প্রথমত, জি-৭-ভুক্ত দেশগুলো গত শুক্রবার রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করার কারণে তেলের সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ২৩ সদস্যবিশিষ্ট ওপেক প্লাস গোষ্ঠী তেলের সরবরাহ বৃদ্ধি না করার বিষয়ে আবারও একমত হয়েছে। মূলত, তেলের দাম যেন বাজারে না কমে, তা নিশ্চিত করতেই ওপেক প্লাস তেল সরবরাহ বৃদ্ধি করছে না। প্রায় এক বছর ধরে তারা এ নীতি অনুসরণ করছে।


এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের কর্ণধার ক্যাং উ বিবিসিকে বলেছেন, ওপেক যে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেনি, সেই সিদ্ধান্ত বাজারের জন্য টনিক হিসেবে কাজ করেছে, বাজার চাঙা রাখার জন্য এ সিদ্ধান্তই যথেষ্ট।


এদিকে ব্যাপক জনবিক্ষোভের মুখে শূন্য কোভিড নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে চীন। বিধিনিষেধ শিথিল হচ্ছে সেখানে। ফলে চীনে চাহিদা বাড়বে, এমন আভাসেও বাজার চাঙা হচ্ছে। এত দিন বিশ্লেষকেরা বলেছেন, চীনের বিভিন্ন শহরে লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ থাকার কারণে বিশ্ববাজারে তেলের দর ধারাবাহিকভাবে কমছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও