কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পলোগ্রাউন্ড মাঠসহ আশপাশের এলাকায় মানুষের ঢল

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪৭

আওয়ামী লীগের জনসভা শুরুর আগেই চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠ নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। জনসভা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের এলাকায়ও মানুষের ঢল নেমেছে।


আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী মিছিল নিয়ে পলোগ্রাউন্ডে আসতে থাকেন। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পলোগ্রাউন্ড অভিমুখে নেতা-কর্মীর ঢল লক্ষ করা যায়।


জনসভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রায় ১১ বছর পর চট্টগ্রাম নগরে দলীয় জনসভায় ভাষণ দেবেন।


প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চট্টগ্রামজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


আজ দুপুর সাড়ে ১২টায় সরেজমিন দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠ জনতায় পরিপূর্ণ। মাঠে জায়গা না পেয়ে অনেক নেতা-কর্মী সামনের সড়কে অবস্থান নিয়েছেন। পাশের সিআরবি, টাইগারপাস, কদমতলী এলাকায়ও নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।


চট্টগ্রামের বাঁশখালী থেকে আসা রহমত উল্লাহ নামের এক ব্যক্তি বলেন, মাঠে প্রচুর মানুষ। সেখানে প্রবেশ করতে পারছেন না তিনি। তাই আপাতত বাইরে অবস্থান নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও