কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ১১২, ওপেনিং জুটিতেই ভারতের ২৮৩

চ্যানেল আই শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১৪:২২

বাংলাদেশ ‘এ’ দলের ১১২ রানের জবাবে ভারতীয় ‘এ’ দল ওপেনিং জুটিতেই তুলেছে ২৮৩ রান। এসেছে জোড়া সেঞ্চুরি। যশস্বী জয়সালকে এলবিডব্লিউ করে ব্রেক থ্রু আনেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।


কক্সবাজারে আনঅফিসিয়াল টেস্টে ৭৭তম ওভারে স্বাগতিক দল পায় প্রথম সাফল্য। ২২৬ বলে ২০টি চার ও একটি ছয়ে জয়সাল করেন ১৪৫ রান।


দলীয় সংগ্রহ তিনশ পেরিয়ে ইয়াস ডুল ২০ রান করে খালেদ আহমেদের শিকার হন। পরে এই পেসার আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরনকে এলবিডব্লিউ করেন। ২২৫ বলের ম্যারাথন ইনিংসে ভারতীয় অধিনায়ক করেন ১৪২ রান। মারেন ১১টি চার ও একটি ছয়।


শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে চা-বিরতি পর্যন্ত ভারত ‘এ’ দলের সংগ্রহ ৮৬ ওভারে ৩ উইকেটে ৩২৫ রান। ৭ উইকেট হাতে রেখে ২১৩ রানে এগিয়ে সফরকারীরা।


ম্যাচের প্রথম দিন ১১২ রানে থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় মাত্র ৪৫ ওভার। চারটি উইকেট শিকার করেন সৌরভ কুমার, নবদীপ সাইনি তিনটি, মুকেশ কুমার দুটি ও অতীত শেথ একটি উইকেট নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও