কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন নয়াপল্টনে 'হ্যাঁ' সোহরাওয়ার্দীতে 'না'

সমকাল ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১৫:২২

নয়াপল্টনেই অটল বিএনপি। সেখানেই আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশের মঞ্চ সাজাতে চায় রাজপথের প্রধান বিরোধী দলটি। বিএনপি নেতাদের ভাষ্য, অতীতে নয়াপল্টনেই অনেক সমাবেশ-মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছে। আগামীতেও সেখানে শান্তিপূর্ণ বড় সমাবেশে কোনো সমস্যা হবে না।


একই সঙ্গে সরকারি প্রস্তাব প্রসঙ্গে দলটি বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে ৮ ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলন হবে। পরদিন সেখানে কীভাবে মহাসমাবেশ করবে বিএনপি? যেখানে এ ধরনের মহাসমাবেশ হয়, সেখানে অন্তত এক সপ্তাহ আগে থেকেই মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি নিতে হয়। সমাবেশ ঘিরে নেতাকর্মীরাও আসতে শুরু করেন। সরকারের এ ধরনের প্রস্তাব সাংঘর্ষিক এবং হাস্যকর বলেও মনে করেন দলটির নেতারা।


কয়েক লাখ লোকের জমায়েতের স্থান হিসেবে বিশাল সোহরাওয়ার্দী উদ্যান নয় কেন? এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্নেষকরা। তাঁরা মনে করেন, যানজটের নগরে জনদুর্ভোগের কথা মাথায় রেখে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানই বেছে নেওয়া উচিত। সম্প্রতি সেখানে পরপর কয়েকটি সমাবেশ ও মহাসমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। সরকার সমাবেশের মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি নেওয়ার সময় দিলে রাজি হতে অসুবিধা কোথায়- এ প্রশ্নও রাখেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও