কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খেরসনে বড় যুদ্ধের আশঙ্কা

সমকাল ইউক্রেন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১০:৩১

গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসন রুশ বাহিনীর হাত থেকে মুক্ত করতে ক্রমেই এগিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। অন্যদিকে, কৌশলগত পিছু হটলেও কোনো যুদ্ধ-সরঞ্জামই ফেলে যাচ্ছে না রুশ বাহিনী। ফলে ওই অঞ্চলে বড় ধরনের লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার অংশ করে নেওয়া চার অঞ্চলের একটি খেরসন। এটি পুনরুদ্ধারে এখন যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক যুদ্ধ-সরঞ্জামের যথাযথ ব্যবহারে একের পর এক সফলতা পাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তবে খেরসন পুনরুদ্ধারে চ্যালেঞ্জ রয়েছে বলেও তারা মনে করছে। খবর ওয়াশিংটন পোস্ট ও ইউরোনিউজের।


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসন শহরের উত্তর-পূর্বের তিনটি গ্রাম মুক্ত করা হয়েছে। দক্ষিণের রণাঙ্গন থেকে প্রায় তিন মাইল দূরে যুক্তরাষ্ট্রের দেওয়া এম৭৭৭ হাউইটজার দিয়ে রুশ বাহিনীকে আঘাত করছে ইউক্রেনীয় বাহিনী। সেই সঙ্গে চলছে ড্রোন হামলা। ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ খেরসন ও মাইকোলাইভ অঞ্চলে আরও কয়েকটি এলাকা পুনরুদ্ধার করে সামনের দিকে এগোচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও