কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেপ্টেম্বরে ৩৯০ কোটি ডলারের রফতানি, কমেছে প্রবৃদ্ধি

বণিক বার্তা প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৬:০৬

গত বছরের সেপ্টেম্বরের তুলনায় সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে রফতানি কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ। চলতি বছর এ সময়ে বাংলাদেশ রফতানি করেছে ৩৯০ কোটি ৫০ লাখ ৭ হাজার ডলারের পণ্য। আজ রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান প্রতিবেদনে এ চিত্র দেখা যাচ্ছে।


২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ৪১৬ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রফতানি হয়। যা ২০২০ সালের সেপ্টেম্বরের তুলনায় ৩৭ শতাংশ বেশি ছিল।


পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গিয়েছে, সদ্যসমাপ্ত সেপ্টেম্বরে দেশের পোশাক রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। গত সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে পোশাক রফতানি হয়েছে প্রায় ৩১৬ কোটি ১৬ লাখ ৭ হাজার ডলারের। ২০২১ সালের একই সময় রফতানি হয়েছিল ৩৪১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ডলারের। সে হিসেবে পোশাক রফতানি কমেছে ৭ শতাংশেরও বেশি।


সংশ্লিষ্টরা বলছেন, দেশের মোট রফতানি অর্থমূল্যের ৮২ শতাংশের বেশি হয় পোশাক পণ্যের মাধ্যমে। এ পণ্যটির প্রবৃদ্ধি কমে আসার প্রভাব পুরো রফতানি খাতে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও