কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রিয় মানুষটি কী প্রতারণা করছে? বুঝবেন যেভাবে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৩

মানুষ চেনা একেবারেই সহজ নয়। অনেক বছর একসঙ্গে কাটিয়েও পুরোপুরি একজনকে চেনা যায় না। তবে প্রিয় মানুষটির আচারণেই লুকিয়ে থাকে কিছু বিষয়। চলুন জেনে নেই।


► একসাথে কোথাও যাবেন। কিন্তু আপনার সঙ্গী ফোন করে জানালেন তিনি আসতে পারছেন না। মাঝে মাঝে কাজের চাপে এমন হতে পারে। তবে এটি যদি ঘন ঘন হয় তবে সেদিকে নজর দিন। বিশেষ করে, নতুন প্রেমের ক্ষেত্রে এমনটা হওয়া সন্দেহজনক।


► যখন দেখা হয় আপনাদের ফোন অধিকাংশ সময় তাঁর কাছেই থাকে। অথচ তাঁর ফোনে হাত দিলে তিনি রেগে যান। বিরক্তি প্রকাশ করেন। তবে অনেকে নিজের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। সেটাও মাথায় রাখতে হবে।


► সারা দিন কীভাবে কাটল সে বিষয়ে আপনি সবই সুন্দরভাবে বলেন। অথচ আপনি জিজ্ঞাসা করলেই খাপছাড়া উত্তর দেয়।   


►কোনও কারণ ছাড়াই সঙ্গী আপনাকে সন্দেহ করছেন। ছেলে বন্ধুর সঙ্গে কথা বা দেখা করলেই আপনার ওপর রেগে যাচ্ছে। আবার নিজের দোষ ঢাকতে ছোটখাটো বিষয় নিয়েও অন্যকে দোষী করছে।


►ঘন ঘন উপহার দিচ্ছে? হতে পারে অকারণে বেশি বেশি উপহার দিয়ে কোনও বিষয়ের উপর থেকে আপনার মনোযোগ সরাতে চাইছেন। তবে সে যদি উপহার দিয়েই আপনাকে খুশি করতে ভালবাসেন, তা হলে এটি অন্য বিষয় সেক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও