কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কার্যকর বক্স অফিস কত দূর?

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৯:৫৫

ছবি দেখতে হলে ছুটছে দর্শক। পাচ্ছে ‘হিট’, ‘সুপারহিট’ তকমা। কিন্তু কার্যকর বক্স অফিস না থাকায় প্রযোজকের লাভের গুড় খেয়ে নিচ্ছে অন্যরা। হলিউড-বলিউডের মতো বক্স অফিস পদ্ধতি থাকলে বাঁচবে প্রযোজক, বাঁচবে ঢাকাই ছবি


দেশীয় সিনেমায় এসেছে নতুন জোয়ার।


রোজার ঈদে ‘শান’ ও ‘গলুই’, কোরবানির ঈদে ‘পরান’ এবং পরে ‘হাওয়া’—চারটি ছবি দেখতেই দর্শকের উপচেপড়া ভিড়। মুখে মুখে ছবিগুলো ‘হিট’ কিংবা ‘সুপারহিট’। কিন্তু কার্যকর বক্স অফিস সিস্টেম না থাকায় প্রযোজক ন্যায্য অর্থ পাচ্ছেন না। ২০১৬ সালে ‘আয়নাবাজি’ ছবিটিও এভাবেই দেখেছিল দর্শক। ছবির পরিচালক অমিতাভ রেজা পরে জানালেন, মাল্টিপ্লেক্সের বাইরের হলগুলো থেকে কত আয় করেছে ছবিটি তার সঠিক চিত্র তাঁদের কাছে নেই। এমনকি আয়ের যে অঙ্কটা দেখানো হলো, সে অনুযায়ী অর্থও প্রযোজক পাননি। বক্স অফিসের এই অস্বচ্ছতার সুযোগে অনেকেই নিজের ছবির আয় বাড়িয়ে বা কমিয়ে বলেন, কারণ তাঁরা জানেন সেটাকে চ্যালেঞ্জ করার মতো পর্যাপ্ত তথ্য কারো হাতে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও