কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্ববাজারে কমল সোনার দাম

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৯:০২

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভসহ অনেক কেন্দ্রীয় ব্যাংকই সুদের হার বাড়াচ্ছে। এতে শক্তিশালী হচ্ছে ডলার, বিপরীতে বিনিয়োগ সম্ভাবনা কমায় পড়ছে সোনার দাম। এক মাস ধরেই বিশ্ববাজারে সোনার দাম কমছে। এতে প্রায় ছয় মাসের মধ্যে সোনার দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।তবে বিশ্ববাজারে দাম কমলেও গত এক মাসে দেশের বাজারে সোনার দামে কোনো পরিবর্তন আসেনি।


বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাবে, সোনার পাশাপাশি গত এক মাসে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামে বড় পতন হয়েছে। এক মাসের ব্যবধানে সোনার দাম কমেছে ৩.১০ শতাংশ। রুপার দাম কমেছে ১০.৮২ শতাংশ। আর প্লাটিনামের দাম কমেছে ১৩.০৬ শতাংশ। কোটাক সিকিউরিটিজের কমোডিটি রিসার্চ বিভাগের প্রধান রবীন্দ্র রাও বলেন, ‘মূল্যস্ফীতি ব্যাপক আকার ধারণ করায় বড় অর্থনৈতিক দেশগুলোর বেশির ভাগই সুদের হার বাড়াচ্ছে এবং মুদ্রানীতি কঠোর করছে। এতে ডলার শক্তিশালী হচ্ছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার আকর্ষণ কমছে। ’


এক মাস আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮৬৮.০৯ ডলার। সেখান থেকে কমতে কমতে এখন তা এক হাজার ৮১০.১৮ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫৭.৫১ ডলার। এর মধ্যে গেল সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কমেছে ১৬.০৭ ডলার বা দশমিক ৮৮ শতাংশ। সোনার পাশাপাশি গেল সপ্তাহে কমেছে রুপা ও প্লাটিনামের দামও। গত সপ্তাহে প্রতি আউন্স রুপার দাম কমেছে ১.২৪ ডলার বা ৫.৮৭ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ১৯.৮৭ ডলারে। আর প্লাটিনামের দাম গত সপ্তাহে কমেছে ১৮.৫১ ডলার বা ২.০৪ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৮৮৯ ডলারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও