কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের আগেই আসছে ‘ভাইরাল বউ’

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১৩:০৩

গ্রামের মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ছেলে শামীম। অসুস্থ মায়ের পিড়াপিড়িতে বিয়ে করেন পূর্ণতা নামে সুন্দরী এক মেয়েকে। কিন্তু পূর্ণতা স্বামী সংসারের চেয়েও বেশি আসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সেলিব্রেটি হতে চায়, ভাইরাল হতে চায়। এই সুযোগটাই নেয় শামীমের বন্ধু তুর্কি। সেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত।


একদিন পূর্ণতা ভাইরাল হওয়ার নেশায় তুর্কির হাত ধরে পালিয়ে যায়। তুর্কি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। পূর্ণতার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সে বুঝতে পারে সেলিব্রেটি হওয়ার নেশায় সে নিজেকে হারিয়ে ফেলেছে। এদিকে শামীমের অসুস্থ মা-ও যত্নের অভাবে মারা যায়।


এমনই সুন্দর আর শিক্ষামূলক গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘ভাইরাল বউ’। এটির গল্পভাবনা ও নির্বাহী প্রযোজক জহিরুল ইসলাম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাজমুল হাসান। ‘রেইনড্রপ বিডির প্রযোজনায় সম্প্রতি সাভারের বর্ষা শুটিং হাউজে এর দৃশ্যধারণ হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম, পূর্ণতা চৌধুরী, হেদায়েত উল্লাহ তুর্কি এবং আনোয়ারা জয়া।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও