কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুদের দেওয়া হবে ফাইজারের টিকা

বাংলা ট্রিবিউন স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৫:৩৯

পাঁচ থেকে ১২ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করে শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার (২৭ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।


মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘৫ থেকে ১২ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আছে। তারা যেভাবে পরামর্শ দিয়েছে, সেভাবেই টিকার কর্মসূচি করা হবে। জন্ম নিবন্ধনের মাধ্যমে এই বয়সী শিশুদের নিবন্ধন সুরক্ষা প্ল্যাটফর্মে করে ফেলবেন। যাদের জন্ম নিবন্ধন নেই, তাদেরকে দ্রুত জন্ম নিবন্ধন করে ফেলতে হবে, যাতে আমরা সুশৃঙ্খলভাবে টিকার আওতায় নিয়ে আসতে পারি।’



তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। এখন যারা করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের উপসর্গ প্রকাশ পাচ্ছে না। তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও