কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবছর আরব দেশগুলোতেও বেড়েছে হজের ব্যয়

যুগান্তর প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৯:৩৬

এ বছর বিশ্বের সব দেশেই বেড়েছে পবিত্র হজের ব্যয়। আরবও দেশগুলোও এ বাড়তি খরচের বাইরে না।


অন্য বছরগুলোর তুলনায় এবছর আরব দেশগুলোর মধ্যে হজে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে কাতারের নাগরিকদের।  এ বছর তাতের জন প্রতি হজে খরচ ধরা হয়েছে ১০ হাজার ৯৭১ ডলার। এর পরই আছে আমিরাত (১০, ৮২১ ডলার) এবং তিউনেশিয়া (৯, ৮৮৪ ডলার)।
 
অন্যদিকে, আরব দেশগুলোর মধ্যে এবছর সবচেয়ে কম খরচে হজ পালনের সুযোগ পাচ্ছে ওমানের নাগরিকরা। তাদের খরচ পরছে ১ হাজার ৭৯৭ ডলার।  এর পরই আছে জর্ডান (২, ৯৬১ ডলার) এবং সৌদি আরব (৩, ১৯৮)।


এ বছর জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং সৌদি আরব হজযাত্রীদের কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় হজের খবর বেড়েছে।


এ বছর আরব অন্য দেশগুলোর খরব যথাক্রমে, লেবানন (৯,০০০ ডলার), কুয়েত (৭,৫৭৮ ডলার), বাহরাইন (৭, ৫৫৯ ডলার), মিশর (৬, ৯১০ ডলার), ফিলিস্তিন ( ৬,২৩৪ ডলার), আলজেরিয়া (৫, ৮৫৩ ডলার), সুদান (৫,৪৪৭), ইরাক (৩,৮২৫), সিরিয়া (৩, ৭০০) ও ইয়েমেন (৩, ৪১৬ ডলার)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও