কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন ওভারেই ১০ উইকেটে হারল বাংলাদেশ

সমকাল প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৯:৩৪

সেন্ট লুসিয়ায় বৃষ্টি সকালেই থেমেছিল। কিন্তু ভেজা মাঠ প্রস্তুত করতেই দুপুর গড়িয়ে গেল। পুরো দিনট বাতিলের শঙ্কাও ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশ দলও নিশ্চয় চায়নি পঞ্চম দিনে ম্যাচ গড়াক। হারই যখন নিয়তি শেষদিন ছুটিই ভালো!


ওই চাওয়াই ফলেছে। চতুর্থ দিন প্রায় এক সেশন থাকতে বাংলাদেশ হেরেছে ১০ উইকেটে। ১৩ রানের লক্ষ্য স্বাগতিকরা ২.৫ ওভারে পূরণ করেছে। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। 


বৃষ্টির পর শেষ এই টেস্টে মাঠে নামার প্রাপ্তি ইনিংস হার এড়ানো এবং নুরুল হাসানের বিনোদনদায়ী ব্যাটিং। উইকেটরক্ষক এই ব্যাটার ৫০ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেছেন।


ওয়েস্ট ইন্ডিজে টস গুরুত্বপূর্ণ। কিন্তু টেস্ট নেতৃত্বের তৃতীয় অধ্যায়ে দুই ম্যাচেই ভাগ্য বিপক্ষে গেছে সাকিব আল হাসানের। শেষ টেস্টে শুরুতে ব্যাট করতে দলের চাওয়া মতো প্রথম সেশন মোটামুটি ভালো করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে হুড়মুড় করে সাজঘরে ফিরে ২৩৪ রানে অলআউট হয়। 


ভালো শুরু করা তামিম ইকবাল দায়িত্বহীন শটে ৪৬ করে ফিরে যান। নাজমুল শান্ত (২৬) ও এনামুল হক (২৩) সেট হয়ে সাজঘরে ফেরেন। লিটন দাস সর্বোচ্চ ৫৩ রান করলেও উইকেটের মূল্য বোঝেননি। শেষে পেসার শরিফুল ২৬ ও এবাদত ২১ রান না করলে দুইশ' হতো না সফরকারীদের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও