কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্ষমতাচ্যুত হওয়ার পর সামনে দুটি বিকল্প ছিল: ইমরান

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ১২ জুন ২০২২, ১১:০০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর সামনে কেবল দুটি পথ খোলা ছিল। খবর জিও নিউজের।


গতকাল শনিবার সাংবাদিক ও সঞ্চালকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এ কথা বলেন।


ইমরান খান বলেন, গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর সামনে দুটি বিকল্প ছিল—ক্ষমতাধর মহলের কাছে ক্ষমা চাওয়া অথবা জনগণের কাছে গিয়ে লড়াই চালিয়ে যাওয়া। তিনি জনগণের কাছে যাওয়ারই সিদ্ধান্ত নেন।


‘ক্ষমতাধর মহল’ শব্দ দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি ইঙ্গিত করেছেন ইমরান খান। তাঁর মতে, পাকিস্তানে চলমান রাজনৈতিক-অর্থনৈতিক সংকটের কারণে ক্ষমতাধর মহলটি এখন বিরক্ত। এ সংকট সমাধানে সরকারের সামনে একমাত্র পথ নির্বাচন দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও