কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এ বার আর্জেন্তিনায় খোঁজ মিলল মাঙ্কি পক্স আক্রান্ত রোগীর, লাতিন আমেরিকায় এই প্রথম

আনন্দবাজার (ভারত) আর্জেন্টিনা প্রকাশিত: ২৮ মে ২০২২, ১৪:১৩

আর্জেন্তিনায় দু’জনের শরীরে মাঙ্কি পক্সের ভাইরাস মিলেছে। যারা সদ্য স্পেন থেকে এসেছিলেন। এর ফলে লাতিন আমেরিকাতেও ঢুকে পড়ল এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত ২০টি দেশে মাঙ্কি পক্স ছড়িয়েছে।


এর মধ্যে ব্রিটেন, কানাডা, স্পেন, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া ও আমেরিকার মতো দেশ রয়েছে। আর্জেন্তিনায় এই ভাইরাসের খোঁজ মেলায় আক্রান্ত দেশের সংখ্যা ফের বাড়ল।সে দেশের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত দু’জনের মধ্যে স্পেন থেকে একজন এসেছিলেন ২৮ এপ্রিল এবং অন্য জন ১৬ মে। রবিবার থেকে দু’জনের হালকা জ্বর এবং শরীরে ক্ষত দেখা যায়।স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত কয়েকদিনের মধ্যে আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের উপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত তাঁদের শরীরে এই রোগের কোনও লক্ষণ দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও