কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোক্তার আয় বাড়েনি কমেছে ক্রয়ক্ষমতা

যুগান্তর প্রকাশিত: ২৬ মে ২০২২, ০৮:৩৩

করোনার নেতিবাচক প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। করোনার পর এখনও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। অনেকে কম বেতনে চাকরি করছেন। অনেকে আবার কর্ম হারিয়ে বেকার হয়েছেন।


নিয়োগ কম থাকায় চাকরিতে ঢুকতে পারছেন না শিক্ষিত বেকাররা। সব মিলিয়ে আয় কমেছে বেশিরভাগ মানুষের। অন্যদিকে করোনার পর হঠাৎ চাহিদা বাড়ায় ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়েই চলেছে।


যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরসঙ্গে যোগ হয়েছে অসাধু ব্যবসায়ীদের কারসাজি। গত পাঁচ মাসের ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম বেড়ে দ্বিগুণ, তিনগুণ হয়েছে। এতে ভোক্তার আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় থাকছে না।


বাধ্য হয়ে স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্ত শ্রেণি জীবনযাত্রার মানের সঙ্গে আপস করছেন। কমিয়ে দিয়েছেন দৈনন্দিন খরচ। এতে ব্যয়ের সঙ্গে সমন্বয় করতে না পেরে অনেকে সঞ্চয় ভেঙে খাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও