কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউরোপ-আমেরিকায় ছড়ানো ‘মাঙ্কিপক্স’ রোগ কতটা মারাত্মক, উপসর্গ কী কী

এনটিভি প্রকাশিত: ২০ মে ২০২২, ০৮:৫০

কানাডা, যুক্তরাষ্ট্র, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে সম্প্রতি ‘মাঙ্কিপক্স’ নামের একটি রোগ শনাক্তের পর এর সংক্রমণ হচ্ছে। রোগটি সংক্রমণের উৎস ও কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। খবর এনডিটিভির।


সাধারণত যেভাবে ছড়ায়


বিজ্ঞানীদের মতে, ‘মাঙ্কিপক্স’ জলবসন্ত (চিকেনপক্ষ) ভাইরাসের পরিবারভুক্ত ও ছোঁয়াচে। আক্রান্তের সংস্পর্শে এলে মাঙ্কিপক্স ভাইরাস এক জনের শরীর থেকে অন্য জনের দেহে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।


বিজ্ঞানীরা ধারণা করছেন—বিরল এ ভাইরাস প্রাণীদেহ থেকে মানুষে সংক্রমিত হয়েছে।


সাধারণত মাঙ্কিপক্স ভাইরাস সাধারণ ‘ফ্লু’ বা ঠান্ডাজনিত অসুখের মতো অসুস্থতা ও লিম্ফ নোডের (শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাপনার একটি অঙ্গ) ফোলা দিয়ে শুরু হয়ে ফুসকুড়ি ও ফোসকার মতো ক্রমে সারা শরীরে ছড়িয়ে পড়ে।


মাঙ্কিপক্স ভাইরাসটি প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট অঞ্চলে শনাক্তের তথ্য এত দিন ছিল। কিন্তু, এখন ইউরোপ ও আমেরিকা থেকে মাঙ্কিপক্সের সংক্রমণের খবর সামনে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও