কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রভাব খাটিয়ে প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি, সিবিআইকে তদন্তের নির্দেশ

প্রথম আলো পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৮ মে ২০২২, ১৯:০৮

পশ্চিমবঙ্গে প্রভাব খাটিয়ে এক প্রতিমন্ত্রীর মেয়েকে শিক্ষকতার চাকরি দেওয়াসংক্রান্ত মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। একই সঙ্গে বিচারপতি আরেক নির্দেশে এ ঘটনার জন্য রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে পরেশচন্দ্র অধিকারীকে সরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে সুপারিশ করেছেন।


অভিযোগ উঠেছে, প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ করা হয় কোচবিহারের মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চবিদ্যালয়ে। অথচ একই সময়ে নিয়োগ পরীক্ষায় অন্য এক প্রার্থীর চেয়ে ১৬ নম্বর কম পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী। তবুও তাঁর চাকরি হয়। আর চাকরি হয়নি অঙ্কিতার চেয়ে বেশি নম্বর পাওয়া প্রার্থীর। এর বিরুদ্ধে নিয়োগবঞ্চিত ওই প্রার্থী ববিতা সরকার কলকাতা হাইকোর্টে আবেদন করেন। তাতে বলা হয়, ববিতার নাম ২০ নম্বরে থাকলেও হঠাৎ করে ২১ নম্বরে চলে যায়। আর এই বেআইনি নিয়োগের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেন ববিতার পক্ষে তাঁর আইনজীবী ফিরদৌস শামীম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও