কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫০০০–এর মুশফিকের কাছে প্রশ্ন

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২২, ১৯:০৭

একেকটি ঘামের বিন্দুতে কত রানের পাণ্ডুলিপি লেখা থাকে? একেকটি পরিশ্রান্ত সিরিজের পরও ছুটির সকালগুলোতে আড়ষ্টতার চাদর সরিয়ে গা ঝাড়া দিয়ে উঠতে কতটা মানসিক শক্তি লাগে? কতটা দৃঢ়প্রতিজ্ঞ হলে একজন মানুষ পারেন নিয়ত সমালোচনার তিরবিদ্ধ শরীরেও নিজেকে উদ্‌যাপনের মধ্যমণি করতে?


টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম কাউকে আজ ৫০০০ রান করতে দেখে এ রকম আরও কত যে প্রশ্ন যে ভিড় করছে মনে! সব প্রশ্নের উত্তর চাই একজনের কাছে—মুশফিকুর রহিম। প্রথম ৫০০০-এর নায়ক মুশফিক বলেই তো প্রশ্নগুলো মনে আসা!


নিকটতম প্রতিদ্বন্দ্বী তামিম ইকবালকে ড্রেসিংরুমে দর্শক করে রেখে আজ টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছে মুশফিকের ব্যাট। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখনো তাঁরই দখলে। আজ না পারলেও এই দৌড়ে তামিম হয়তো কোনো এক ম্যাচে টপকে যাবেন মুশফিককে। এরপর মুশফিক আবার টপকাবেন তামিমকে। তারপর...।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও