কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সব মাধ্যমে সাড়া ফেলেছেন বুবলী

দেশ রূপান্তর প্রকাশিত: ১৬ মে ২০২২, ১৫:২৯

ঈদের কাজে আলোচিত তারকাদের একজন চিত্রনায়িকা শবনম বুবলী। ঈদে টেলিভিশন, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ সবখানে তাকে পেয়েছে দর্শক। দুটি নতুন সিনেমা ছিল দুই মাধ্যমে। আর যারা সিনেমা হলে যাওয়ার সুযোগ পাননি, তারা টিভি চ্যানেলে দেখেছেন তার বেশকিছু সিনেমা। বেশ বিরতির পর বড় পর্দায় দেখা মেলে জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলীকে। পবিত্র ঈদুল ফিতরে শাহিন সুমনের ‘বিদ্রোহী’ ছবিটি দেশের ১০২টি হলে মুক্তি পায়। ঈদের দিন চরকিতে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘৭ নম্বর ফ্লোর’। ঈদের দিন থেকে টানা পাঁচ দিন বাংলা টিভিতে দেখানো হয়েছে আমার সিনেমা ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ‘চিটাগাইংগ্যা পোয়া, নোয়াখাইল্ল্যা মাইয়া’, ‘রংবাজ’ ও ‘অহংকার’। প্রেক্ষাগৃহ থেকে বসার ঘর, সবখানে নিজের উপস্থিতি নিয়ে আনন্দিত বুবলী। কেমন লাগছে? জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদে সব শিল্পীরই নিজের কাজ নিয়ে একটা ভালো লাগা কাজ করে। দুই বছর পর ঈদে আমার সিনেমা প্রেক্ষাগৃহে উঠেছে। প্রেক্ষাগৃহে অনেকে সিনেমা দেখতে যান না বা সময় হয় না। ঈদের ছুটিতে বাসায় বাসায় টেলিভিশনে আমার পাঁচটি সিনেমা প্রথমবারের মতো দেখার সুযোগ পেয়েছেন টিভির দর্শক। দেশ ও দেশের বাইরে অসংখ্য মানুষ ওটিটিতে আমার কাজ দেখেছে। মনে হচ্ছে আমার ঈদ যেন আগেই শুরু হয়ে গিয়েছিল। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করতে পারছি না।’


যদিও ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাকিব খান-পূজা চেরীর ‘গলুই’ ও সিয়াম আহমেদ-পূজা চেরী জুটির ‘শান’ নিয়ে। কিন্তু শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ মুক্তি পেয়েছিল সবচেয়ে বেশি হলে। এই ছবির পরিচালক বলেছেন, ‘আমার সিনেমা থেকে যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। দর্শক না এলে দ্বিতীয় সপ্তাহে কেন হলগুলোতে ছবিটি চলছে? আমরা নিজেদের ছবি নিয়ে অত ঢাকঢোল পিটাইনি। ছবি ভালো হলে এমনিতেই দর্শক দেখতে আসবে। আর আমার বিদ্রোহীর ক্ষেত্রে তাই হয়েছে।’ এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘গলুই আর শান আমিও দেখেছি। দুটি ছবি দুই ধরনের। দুটি ছবিই খুব ভালো। সবাই খুব ভালো কাজ করেছেন। দেশের ছবি নিয়ে এত ভালো আলোচনা হচ্ছে সেটা নিঃসন্দেহে ভালো ব্যাপার। আমাদের সিনেমা ঘুরে দাঁড়ালে দিনশেষে আমরা সবাই লাভবান হব।’ তিনি আরও বলেন, ‘তবে আমার ছবি বিদ্রোহীও মানহীন ছবি নয়। আমিও দর্শকের থেকে দারুণ রেসপন্স পেয়েছি। শুনেছি দ্বিতীয় সপ্তাহেও হলে ভালোই দর্শক যাচ্ছে। যারা টিকিট কেটে আমাকে ভালোবেসে ছবি দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা হয়তো সেভাবে প্রচার চালাতে পারিনি। প্রচার চালালে হয়তো আরও ভালো ব্যবসা করত ছবিটি। হলের চিত্র তুলে ধরলে হয়তো এই ছবি নিয়েও আলোচনা হতো সামাজিক মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও