কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভয় ধরাচ্ছে Covid 19! দেশে লাফিয়ে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা

eisamay.com ভারত প্রকাশিত: ১১ মে ২০২২, ১২:০৮

করোনা সংক্রমণ ঘিরে দেশে উদ্বেগ যেন কাটছেই না। সংক্রমণের দাপট সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১০। দৈনিক মৃত্যুর সংখ্যার পাশাপাশি সংক্রমণের সংখ্যাও বেড়েছে। একদিনে দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৮৮।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৬ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৪৯৪। দৈনিক পজিটিভিটি রেট ০.৬১ শতাংশ। দেশের মধ্যে দিল্লি, মহারাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মহল। চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেই জুন ও জুলাই মাসে কোভিড সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনায় দৈনিক সংক্রমণ যেভাবে রোজ বাড়ছে, তাতে আরও একবার জুন ও জুলাই মাসে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতে টিকাকরণ কর্মসূচিতে জোর দেওয়া প্রয়োজন। অন্যদিকে, মহারাষ্ট্রে ফের যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে আবারও সে রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে বলে বার্তা দিয়েছেন রাজেশ টোপে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও