কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই মানুষগুলির ক্ষেত্রেই মারাত্মক রূপ নেয় করোনা! এখনই হয়ে যান সতর্ক

eisamay.com প্রকাশিত: ০৩ মে ২০২২, ১৭:৩০

করোনা কিন্তু কোনওভাবেই আমাদের পিছু ছাড়তে রাজি নয়। তাই যতবারই ভাবা হচ্ছে, এবার বুঝি বিদায় নিল এই ভাইরাস, ঠিক তখনই তৈরি হচ্ছে নতুন সমস্যা। এক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর মোটের উপর আমরা নিশ্চিন্ত ছিলাম। এমনকী ভাবছিলাম, এবারের মতো বুঝি বিদায় গেল ভাইরাস। কিন্তু আমাদের চিন্তার থেকে এককাঠি উপরে চলে করোনা। তাই সকলের ভাবনাকে ভুল প্রমাণিত করে ফের হাজির হয়ে গেল করোনা।


প্রথমে অন্য দেশে বাড়ছিল সংক্রমণ। তবে এবার সরাসরি আমাদের দেশের (India) উপর আছড়ে পড়েছে এই ভাইরাস (Coronavirus)। সেক্ষেত্রে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেশকিছু রাজ্যে ফের লাগু হয়ে গিয়েছে করোনা নিয়ম। এবার করোনা ঢেউয়ের (Covid 4th Wave) পিছনে ওমিক্রনও (Omicron) এবং তার উপপ্রজাতি (Omicron Subvariant) রয়েছে বলেই জানা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও