কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে ৯০ শতাংশ করোনা বেড়েছে, মৃত্যু বেশি কেরালায়

এনটিভি ভারত প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৭:০০

ভারতে ব্যাপক মাত্রায় করোনাবৃদ্ধির খবর মিলেছে আজ। ভারতজুড়ে গতকাল রোববারের এক হাজার ১৫০ জনের পর আজ সোমবার ৮৯ দশমিক ৮ শতাংশ বেড়ে দুই হাজার ১৮৩ জনের করোনা শনাক্তের খবর জানা গেছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ২১৪ জন করোনায় মারা গেছে। এর মধ্যে কেরালারই ২১২ জন। তবে ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যকার দিনগুলোতে ১৫০ জন করে মৃত্যুর তথ্য দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষ।


পরে আদালতে আপিলের কারণে তা ৬২ জন বাড়িয়ে ২১২ জন করা হয়। কিন্তু ভারতজুড়ে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিছুটা কমেছে। আগেরদিন ছিল ১১ হাজার ৫৪২ জন। গতকাল তা ১১ হাজার ৫৪২ জন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও