কাউন্সিল অব ইউরোপ থেকে বেরিয়ে গেল রাশিয়া
মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত ‘কাউন্সিল অব ইউরোপ’ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-সহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, রুশ পার্লামেন্ট দুমার ডেপুটি স্পিকার পিওতর টলসটয় বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ কাউন্সিল অব ইউরোপের মহাসচিবকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। টলসটয় আরো বলেন, ‘এর দায়ভার ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর বর্তাবে। কেননা, তারা তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে মানবাধিকার ইস্যু আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মানবাধিকার
- গণতন্ত্র
- আইনের শাসন