কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুদ্ধ সুর ফেরাতে আমরা রীতিমতো আন্দোলন করেছি

প্রথম আলো প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ০৯:২০

গুলশান সোসাইটি লেক পার্কে ১১ মার্চ শুরু হচ্ছে দুই দিনের নজরুল উৎসব–২০২২। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, অরুণরঞ্জনী ও গুলশান সোসাইটির যৌথ আয়োজনে এ উৎসব নিয়ে কথা বলেন উৎসব আহ্বায়ক নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল।


এ উৎসবের পেছনের ভাবনাটা কী?


লাদেশ নজরুলসংগীত সংস্থা অনেক দিন ধরে নজরুলের প্রমিত সুর নিয়ে কাজ করে যাচ্ছে। নজরুলের গান ক্রমে যথাযথ সুর থেকে দূরে সরে যাচ্ছিল। ভারতের পশ্চিমবঙ্গ বা আমাদের দেশেও অনেক ক্ষেত্রে এ গান প্রমিত সুরে গাওয়া হচ্ছিল না। একপর্যায়ে নজরুল একাডেমি, নজরুল ইনস্টিটিউট রেকর্ড থেকে স্বরলিপি তৈরির কাজে হাত দেয়, যেখান থেকে বেশ কিছু স্বরলিপি বের হয়। যেহেতু তিনি আমাদের জাতীয় কবি, তাঁর সৃষ্টিকর্ম সঠিকভাবে প্রচার ও চর্চা করতে হবে। সেই লক্ষ্যে আমাদের সংস্থা ৬৪ জেলায় নজরুলের গানের কর্মশালা করিয়েছে। এ থেকে বেশ কিছু ভালো শিল্পী আমরা পেয়েছি। সেসব সম্ভাবনাময় তরুণ, প্রতিষ্ঠিত বেশ কজন শিল্পী এবং পশ্চিমবঙ্গের কয়েকজন শিল্পীকে দিয়ে নজরুলের ১২৫টি গান আদি সুরে রেকর্ড করিয়েছি। উৎসবে সেগুলো প্রকাশিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও