কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শান্তিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীসহ ১৮ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মানবজমিন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

নির্বাচনী বিধি অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলায় ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচনে নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় এক আওয়ামী লীগ প্রার্থীসহ ১৮ চেয়ারম্যান প্রার্থী জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। পশ্চিম বীরগাঁও ইউনিয়ে আওয়ামী লীগের প্রার্থীসহ জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে ৩ জন ইউপি চেয়ারম্যান প্রার্থীর। পূর্ব বীরগাঁও ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে ২ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর। শিমুলবাঁক ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী মো. কবির আহমদ। পাথারিয়া ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর। এ ছাড়াও বাকি ইউনিয়নে আরও ১০ প্রার্থী বাজেয়াপ্ত হতে যাচ্ছে। জামানত বাজেয়াপ্ত হওয়ার ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। নির্দিষ্ট সংখ্যক ভোট না পেলে প্রার্থীদের মনোনয়নের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত