কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন শিক্ষাক্রমের পদক্ষেপ সম্পূর্ণ ইতিবাচক

যুগান্তর তুষার কান্তি বড়ুয়া প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০৫

সরকারের নতুন জাতীয় শিক্ষাক্রমের পদক্ষেপ জাতির জন্য সম্পূর্ণ ইতিবাচক ও গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাব্যবস্থায় আমরা শিক্ষার্থীদের সব সময় পরীক্ষার্থী হিসাবে কঠিন পরিস্থিতিতে দাঁড় করাচ্ছি। ফলে তাদের উপযুক্ত পড়ালেখার পরিবর্তে দিতে হচ্ছে একের পর এক পরীক্ষা, যা সুষ্ঠু শিক্ষাগ্রহণে বিষিয়ে তুলছে তাদের। মেধা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে তারা। নতুন জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ক্লাসের মূল্যায়নটা শিক্ষার্থীদের উপযুক্ত পড়ালেখায় মনোযোগী করবে। ক্লাসে মূল্যায়ন হলে শিক্ষকরা নিয়মিত পাঠদানে উৎসাহী হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়ালেখা করবে আনন্দের সঙ্গে। কিন্তু বর্তমানে তাদেরকে সব সময় পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। এতে তাদের মনে দুশ্চিন্তা বা পরীক্ষার চিন্তা লেগে থাকায় তারা প্রকৃত শিক্ষা তথা জ্ঞানার্জন থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। ফলে বর্তমান শিক্ষার্থীদের কেবল মুখস্থ বা প্রাইভেট পড়ালেখার ওপর নির্ভর থাকতে হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষার চাপ কমে যাওয়ায় নির্ভয়ে পড়ালেখায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও