কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছিনতাইকারীদের হাতে ২১৬ চালক খুন

প্রথম আলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫

দেশে ছিনতাইকারীদের হাতে গত সাত বছরে ২১৬ জন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালক খুন হয়েছেন। তাঁদের মধ্যে গত আট মাসে খুন হয়েছেন ৬৪ জন। খুনের শিকার অধিকাংশ চালকই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এঁদের অনেকেই ঋণ নিয়ে অটোরিকশা ও ইজিবাইক কিনেছিলেন। স্বজন হারানোর শোকের সঙ্গে এখন ঋণের বোঝাও বইতে হচ্ছে পরিবারের সদস্যদের।


সূত্রহীন মামলা তদন্তের অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অটোরিকশা ও ইজিবাইকচালক খুনের তথ্য সংগ্রহ করেছে। তাতে ২০১৫ থেকে চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২১৬ জন চালক খুনের তথ্য উঠে আসে। পিবিআই সারা দেশে অটোরিকশাচালক হত্যা, এর কারণ, খুনের সঙ্গে জড়িত চক্র এবং প্রতিকারের উপায় নিয়ে একটি প্রতিবেদন তৈরির অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও