কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

মানবজমিন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২১, ০০:০০

চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ই আগস্ট মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩, ১৯ ও ৩০শে জুলাই ২০২১ এর স্মারকে আরোপিত সকল বিধিনিষেধ বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১০ই আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে শিল্প-কলকারখানা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। মঙ্গলবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচদিন বাড়ানো হয়েছে। ১১ই আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল। চলবে গণপরিবহন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে