কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউন উপেক্ষা করে মির্জাগঞ্জে বসেছে পশুর হাট

মানবজমিন প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০০:০০

করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে পটুয়াখালীর মির্জাগঞ্জে বসেছে সাপ্তাহিক পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। গতকাল দুপুরে উপজেলার দেউলী-সুবিদখালী ইউনিয়নের দেউলী বাজারে বসেছে এই হাট। তবে হাটে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকাল থেকে দেউলী বাজার পশুর হাটে বিভিন্ন স্থান থেকে পশু কেনা-বেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনা-বেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেটে। অনেকের মাস্ক ছিল থুতনির নিচে। কেউ মানেনি সামাজিক দূরত্ব। দেউলী পশুর হাটের ইজারাদার মো. মনিরুজ্জামান খান হাট বসানোর কথা স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে। এলাকার ১০টি পরিবার চলে এই হাটের টাকায়। তাদের কথা চিন্তা করে বসানো হয়েছে। জানতে চাইলে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, লকডাউনের প্রজ্ঞাপনে পশুর হাট নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে স্বাস্থ্যবিধি না মানলে পশুর হাট বসাতে দেয়া হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে