কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের ১১ দিনে সড়কে ঝরেছে ২০৭ প্রাণ

ঢাকা পোষ্ট রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ১৫:০৩

ঈদুল আজহার আগে-পরে ১১ দিনে দেশে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৫৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৭ জন এবং আহত হয়েছেন ৩৮৯ জন। নিহতদের মধ্যে ২৯ জন নারী ও ১৭ জন শিশু রয়েছে। ৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৭ জন। দুর্ঘটনায় ৪৩ জন পথচারী এবং যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩২ জন। এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। ২টি রেলপথ দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।


সোমবার (২৬ জুলাই) সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ঈদুল আজহা উদযাপনের সময় সংঘটিত সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এই চিত্র দেখা যায়। গত ১৪-২৪ জুলাই সময়ে এই প্রতিবেদন তৈরি করা হয়। সংগঠনটি ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও