কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হিলি স্থলবন্দরের কার্যক্রম চালু

মানবজমিন প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০০:০০

ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। কারণ এখনো ঈদের ইমেজ থাকায় বন্দরের লোড আনলোড কার্যক্রম ধীর গতিতে চলছে।হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে ১৯ হতে ২৪শে জুলাই পর্যন্ত ৬ দিনের জন্য বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। গতকাল ঈদের ছুটি শেষ হওয়াই দুপুর ১২টার পর থেকে বন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। বন্দরে পণ্য ওঠানামার কার্যক্রম চলছে, স্বল্প পরিসরে তবে বন্দরের পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে