কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেরপুরে গরু নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

এনটিভি নালিতাবাড়ী প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ২১:৫০

শেরপুরের মৌসুমি গরু ব্যবসায়ীরা ঈদের জন্য কোরবানির পশু কিনে বিপাকে পড়েছেন। এবার ঈদে বিক্রি হয়নি তাদের গরু। এখন সেই গরু পালনের জন্য তাদের কোনো জায়গা নেই। তাই ১১টি গরু নিয়ে তারা আশ্রয় নিয়েছেন রাস্তার ধারে।


গরু ব্যবসায়ীরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার সমেদ আলী, আলাল উদ্দিন ও মোকসেদ আলী। ঈদে ব্যবসার জন্য বাড়ি বাড়ি গিয়ে মোটা অঙ্কে কিনেছেন ১১টি ষাঁড়। লাভের আশায় সেই ষাঁড় নিয়ে ঢাকায় গিয়ে বিক্রি করতে ব্যর্থ হন তাঁরা। ফলে সেই ষাঁড় নিয়ে ফিরে আসতে হয় এলাকায়।


কেনা দামের চেয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা কম দাম হওয়ায় ষাঁড়গুলো বিক্রি করতে না পেরে এখন তাঁরা বিপাকে। মৌসুমি ব্যবসায়ী হওয়ায় তাদের গরু পালনের কোনো জায়গা নেই। ফলে তাঁরা এলাকায় এসে রাস্তার পাশে ষাঁড়গুলো নিয়ে অবস্থান নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও