কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জোয়ারের পানিতে পটুয়াখালীর অর্ধশত চর প্লাবিত

সমকাল রাঙ্গাবালী প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৯:৪৭

পূর্ণিমা ও মৌসুমী বায়ুর প্রভাবে জোয়ারের পানিতে পটুয়াখালীর অর্ধশত চর প্লাবিত হয়েছে। রোববার দুপুরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ফুট বৃদ্ধি পেয়ে জেলার উপকূলীয় রাঙ্গাবালী, গলাচিপা, কলাপাড়া, দশমিনা, মির্জাগঞ্জ, বাউফল, দুমকি ও সদর উপজেলার অর্ধশত চর ও নিম্নাঞ্চল তলিয়ে যায়। 


রোববার দুপুরে জোয়ারের পানি ঢুকে পড়ে পটুয়াখালী পৌর শহরের মধ্যেও। শহরের নতুন বাজার, পুরান বাজার, সেন্টারপাড়া, নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন সড়কে জোয়ারের পানি ঢুকে পড়ে। 


রাঙ্গাবালীর চালিতাবুনিয়া এলাকার মো. কবির সিকদার (৫২) বলেন, গত দুই দিন ধরে জোয়ারের পানিতে রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যায় এবং কোথাও কোথাও বসত ঘরেও জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে আমাদের চার/পাঁচ ঘন্টা পানির মধ্যে বসবাস করতে হয়েছে। যতদিন  বেড়িবাঁধ না হবে, ততদিন আমাদের এ দুর্ভোগ যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও