কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কঠোর বিধিনিষেধ : তৃতীয় দিনে রাজধানীতে গ্রেফতার ৫৮৭

ঢাকা পোষ্ট ডিএমপি মিডিয়া সেন্টার প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৯:০২

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ২৩ জুলাই থেকে ফের শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। রোববার (২৫ জুলাই) বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  


সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, বিধিনিষেধ অমান্য করায় রোববার রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 


এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এর আগে, ২৩ জুলাই বিধিনিষেধ অমান্য করায় ৪০৩ জনকে গ্রেফতার করে ডিএমপি। এছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও