কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈশ্বরদীতে মাস্ক না পরায় ১২ জন আটক

মানবজমিন প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০০:০০

পাবনার ঈশ্বরদীতে মাস্ক না পরায় ১২ জন ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাজার এলাকায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুল সরদার, আজিজুল খাঁ, হাসান, রকিব, তুষার, মিলন, মমিন হোসেন, সাগর হোসেন, রাসেল হোসেন, শিমুল হোশেন, আতিয়ার রহমান ও ওয়ালিদ।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। এদিকে, জনগণকে করোনাভাইরাস মোকাবিলায় আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির। এ ছাড়া সরকার ঘোষিত কঠোর লকডাউন শতভাগ পালন করার জন্য এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে