কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুক্তাগাছা থেকে অপহৃত কিশোরী রাজবাড়ীতে উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০০:০০

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে অপহৃত এক কিশোরীকে রাজবাড়ী জেলার পাংশা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি মো. দুলাল আকন্দ। বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা প্রেরিত প্রেসনোটে জানানো হয়, ঈদের দিন সন্ধ্যায় এক কিশোরীকে মুক্তাগাছা থানা এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে তাকে দৌলতদিয়া ঘাটে পতিতাপল্লীতে বিক্রি করে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে এমনই একটি বার্তা প্রেরণ করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। বার্তা পেয়েই ওসি মুক্তাগাছা মোহাম্মদ দুলাল আকন্দকে এটি প্রেরণ করে দ্রুততম সময়ে অপহৃত কিশোরীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়। ওসি মুক্তাগাছা প্রযুক্তির সহায়তায় ও প্রাথমিক তদন্তে জানতে পায়, মেয়েটির বর্তমান অবস্থান রাজবাড়ী জেলার পাংশা থানার অন্তর্গত একটি এলাকায়। তাৎক্ষণিকভাবে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানকে নির্দেশনা দেন ওসি মুক্তাগাছার সঙ্গে সমন্বয় করে অপহৃত মেয়েটিকে উদ্ধার করতে। কিশোরীকে উদ্ধারের জন্য ওসি পাংশা এসআই মাসুদুর রহমান এবং এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে দুটি টিমকে নিয়োজিত করেন। সংশ্লিষ্ট জেলা সমূহের সাইবার ও ডিবি টিমসহ পুলিশের একাধিক টিমের নিরলস প্রচেষ্টায় কিশোরীকে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের পিড়ালীপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। অপহরণকারী দুর্জয়কে আটক করেছে পুলিশ। মুক্তাগাছা থানার ওসি মো. দুলাল আকন্দ জানান, উদ্ধার অপহৃতাকে মুক্তাগাছা থানায় এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত